কার্য্যলয়
৬নংদোহালিয়া ইউনিয়ন পরিষদ
পোঃ দোহালিয়া বাজার
উপজেলাঃ দোয়ারাবাজার,জেলাঃ সুনামগঞ্জ
এতদ্বারা দোহালিয়া ইউনিয়নের সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে, বর্তমান সরকার ডিজিটাল বাংলদেশ গড়তে যাচ্ছে। এরই ধারবাহিকতায় সারা বাংলাদেশে এক যোগে জনগনেরদোড় গোড়ায় সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে। অলনাইন জন্ম নিবন্ধন, নাগরিক সেবা,জমির পর্চা,বিশ্ববিদ্যালয়ে ভর্তি,দেশে বিদেশে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা, সরকারি ফরম, পাসপোর্ট ফরম,ই-মেইল,মোবাইল ব্যাকিং, ডিসি অফিসে আবেদন সহ যাবতীয় সেবা এখন আপনার হাতের কাছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে।আপনারা জেনে আনদ্দিত হবেন যে,দোহালিয়া ইউনিয়ন পরিষদ শতভাগ জন্মনিবন্ধন করার লক্ষ্যে পরিষদের নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ সকরারি ফিস ব্যাতীত আগামী ২০শে এপ্রিল রবিবার থেকে ৩০ শে এপ্রিল বুধবার পর্যন্ত অনলাইনে জন্মনিবন্ধন করতে যাচেছ। যাহারা এখনও জন্মনিবন্ধন করেন নাই তাহারা উক্ত তারিখের মধ্যে অনলাইন জন্মনিবন্ধন করতে অনুরোধ করা হল।
অনুরোধক্রমে
স্বা-
(মোঃ আব্দুল জলিল)
চেয়ারম্যান
৬নং দোহালিয়া ইউনিয়ন পরিষদ
দোয়ারাবাজার,সুনামগঞ্জ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস